কম খরচে মালদ্বীপ ভ্রমণ গাইড

কম খরচে মালদ্বীপ ভ্রমণ অনেকের কাছে একটি অকল্পনীয় ব্যাপার। মালদ্বীপ ভ্রমণ বলতে লাক্সারী এবং ব্যয়বহুল ভ্রমণের কথা আমাদের মাথায় আসে। মালদ্বীপ একটি ব্যয়বহুল গন্তব্য হলেও চাইলে অনেক কম খরচে ঘুরে আসতে পারবেন মালদ্বীপ থেকে। মালদ্বীপ অন্যান্য দেশ থেকে কিছুটা ভিন্ন কারণ এটি একটি দ্বীপ দেশ এবং অনেকগুলো দ্বীপের সমন্ময়ে গঠিত একটি দেশ। তাই চাইলেই যখন তখন যেখানে সেখানে ঘুরে আসাটা খুব সহজ নয়। তাই মালদ্বীপ ভ্রমণের ক্ষেত্রে কিছু বিষয় সম্পর্কে আপনার পরিস্কার ধারণা থাকা প্রয়োজন। 

মালদ্বীপে অল্প সংখ্যক পাবলিক আইল্যান্ড রয়েছে। সহজ ও সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থার কারনে মালদ্বীপে তিনটি শহর বা আইল্যান্ড সর্বাধিক জনপ্রিয়। এগুলো হচ্ছে মালে, হুলহুমালে আইল্যান্ড ও মাফুশি আইল্যান্ড। মালদ্বীপে সরাসরি সড়ক পথে যোগযোগ আছে দুটি শহরে – একটি মালদ্বীপের রাজধানী মালে ও অন্যটি হুলহুমালে আইল্যান্ডে। মালদ্বীপে এক একটি আইল্যান্ডকে কেন্দ্র করে এক একটি রিসোর্ট গড়ে উঠেছে। এই আইল্যান্ডগুলোকে প্রাইভেট আইল্যান্ড বলতে পারেন। চাইলেই আপনি সেখানে যেতে পারবেন না। সেখানে যেতে হলে সেই রিসোর্টে রাত্রি যাপন করতে হবে অথবা রিসোর্টের নিদিষ্ট প্যাকেজের আওতায় ডে ট্রীপ করতে পারবেন। মালদ্বীপে সাধারণত ৩ থেকে ৭ রাত পর্যন্ত বাংলাদেশের পর্যটকেরা অবস্থান করেন। কিভাবে কম খরচে মালদ্বীপ ভ্রমণ করবেন তা পর্যায়ক্রমে উল্লেখ করা হলোঃ

ভিসাঃ একটি দেশ ভ্রমণ করতে হলে ভিসা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেকক্ষেত্রে ঝামেলাপূর্ণ। কিন্তু এ ক্ষেত্রে মালদ্বীপ ভ্রমণ একেবারেই ঝামেলামুক্ত। মালদ্বীপ বাংলাদেশীদের জন্য অন এরাইভাল ভিসা প্রদান করে, যা সম্পর্ণ ফ্রী। শুধুমাত্র পাসপোর্ট, রিটার্ন এয়ার টিকেট, হোটেল বুকিং থাকলেই মালদ্বীপ ভ্রমণের অনুমতি পেয়ে যাবেন।

এয়ার টিকেটঃ বাংলাদেশ থেকে মালদ্বীপে সবচেয়ে কম খরচে (৪০,০০০ টাকার আশেপাশে) এয়ার টিকেট দিয়ে থাকে ইউএস বাংলা এয়ারলাইন্স। কম খরচে টিকেট পেতে আপনি অবশ্যই এক থেকে দেড় মাস আগে টিকেট কনফার্ম করবেন। তা না হলে সময়ের সাথে সাথে এয়ার টিকেটের মূল্য বৃদ্ধি পেতে থাকবে। এয়ার টিকেট

হোটেলঃ সব থেকে কম খরচে থাকতে চাইলে মালে কিংবা হুলহুমালে আইল্যান্ডের কোন একটি থ্রী ষ্টার মানের হোটেল বেছে নিতে পারেন। এজন্য প্রতি রাত রুম প্রতি খরচ হতে পারে ৭,০০০-১২,০০০ টাকা। তাছাড়া মাফুসি আইল্যান্ডেও যেতে পারেন। এতে স্পীড বোট ট্রান্সফার বাবদ অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে জনপ্রতি কমবেশী ৪,০০০ টাকা । 

ট্রান্সপোর্টঃ মালদ্বীপে সড়কপথের দূরত্ব কম হওয়ার কারণে ট্রান্সফার খরচও কম। মোটামুটি ১,০০০ টাকার মধ্যে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত যাতায়াত করতে পারবেন। কম খরচের বাজেট রিসোর্টে যেতে ট্রান্সফার বাবদ জনপ্রতি ১০,০০০ – ১৫,০০০ টাকা ব্যয় করতে হয়। ট্রান্সফারের খরচ ও শিডিউল সম্পর্কে ধারনা না থাকার কারণে অনেক সময় ভোগান্তিতে ও বিপত্তিতে পড়তে হয়। তাই রিসোর্টের রুম বুকিংয়ের সময় অবশ্যই ট্রান্সপোর্ট যুক্ত করে নেবেন। এতে কোন ভোগান্তিতে পড়তে হবে না। 

খাবারঃ পাবলিক আইল্যান্ডগুলোতে ৫০০ থেকে ১,২০০ টাকার মধ্যে প্রতিবেলা খেতে পারবেন। আর রিসোর্টগুলোতে রিসোর্টে জনপ্রতি প্রতিবেলা খেতে ৫,০০০ টাকা বা তারও অনেক বেশী অর্থ ব্যয় করা লাগতে পারে। তাই রুম বুকিংয়ের সময় অবশ্যই ৩ বেলা খাবার অন্তর্ভক্ত করে নিবেন। এতে রিসোর্টে খাবার খরচ অনেকটাই কমে যাবে।

এক্টিভিটিজঃ মালদ্বীপে ওয়াটার এক্টিভিটি খুবই জনপ্রিয়। এখানে কায়াকিং, প্যারাসেইলিং, ফিসিং, স্নোরকেলিং, স্কুবা ডাইভিং, সানসেট সেইল, কাটামারান, জেট স্কি, ডিঙ্গি, বোট ও টাউব রাইডিংসহ প্রায় সকল ধরনের ওয়াটার এক্টিভিটজ রয়েছে। চাইলে মালদ্বীপে কম খরচে ওয়াটার এক্টিভিটি করতে পারবেন। মোটামুটি ১,০০০ -১৫,০০০ টাকার মধ্যে অনেক ধরনের ওয়াটার এক্টিভিটি করতে পারেন।

সাইটসিয়িংঃ যদি মালদ্বীপের কোন রিসোর্টে না থাকেন, সেক্ষেত্রে মালদ্বীপের রিসোর্টগুলোতে ডে ট্যুর প্যাকেজের মাধ্যমে ঘুরে আসতে পারেন। এতে মালদ্বীপের প্রকৃত সৌন্দর্য কিছুটা হলেও উপভোগের সুযোগ পাবেন। মালে, হুলহুমালে কিংবা মাফুশি আইল্যান্ড থেকে বিভিন্ন প্রাইভেট রিসোর্ট কম খরচে করতে পারবেন। এজন্য আপনাকে জনপ্রতি প্রতিদিন খরচ করতে হবে ১০,০০০ থেকে ২০,০০০ টাকার মতন। এসব প্যাকেজের সারাদিন রিসোর্টে সময় কাটাতে পারবেন। তাছাড়া মধ্যে ২/৩ বেলা খাবার, যাওয়া ও আসার ট্রান্সফার যুক্ত থাকবে।

ভ্রমণ পরামর্শঃ

  • কম খরচে মালদ্বীপ ভ্রমণের জন্য ৩-৪ রাত একটি আদর্শ সময়। তবে আমরা মনে করি মালদ্বীপ ভ্রমণের ক্ষেত্রে অন্তত ৪ রাত থাকা উচিত। 
  • যদিও লেখাটি একটা কম খরচে মালদ্বীপ ভ্রমন গাইড তবুও বলছি শুধুমাত্র পাবলিক আইল্যান্ডে থেকে মালদ্বীপের প্রকৃত সৌন্দর্য উপভোগ করা সম্ভব নয়। তাই অন্তত ২ রাত রিসোর্টে অবস্থান করবেন। এদিও এতে খরচ বাড়বে। ভ্রমণে এসে যদি ভ্রমণের প্রকৃত স্বাদ থেকে যদি বঞ্চিত হন তবে টাকা খরচ করে এতদূর আসটাই বৃথা হয়ে যাবে। তাছাড়া লাক্সারী রিসোর্টের পাশাপাশি কিছু বাজেট রিসোর্টও রয়েছে। মালদ্বীপের কম খরচের রিসোর্ট সম্পর্কে জানুন। 
  • মালদ্বীপের রিসোর্টে থাকতে চাইলে ভালো ট্রাভেল এজেন্সীর মাধ্যমে রিসোর্ট বুকিং করুন। এতে বুকিং ডট কম কিংবা আগোডা ডট কম থেকে অনেক কম খরচে এবং নির্বিগ্নে ভ্রমণ করতে পারবেন। রুম বুকিংয়ের পাশাপাশি অবশ্যই ৩ বেলা খাবার, ট্রান্সফারসহ বুকিং করবেন। কারণ রিসোর্টে জনপ্রতি প্রতিবেলা খেতে ৫,০০০ টাকা বা তারও অনেক বেশী অর্থ ব্যয় করা লাগতে পারে এবং ট্রান্সফার বাবদ জনপ্রতি ১০,০০০ বা এর অধিক অর্থ ব্যয় করতে হয়। ট্রাভেল এজেন্সীর মাধ্যমে খাবার, ট্রান্সফারসহ রিসোর্ট বুকিং করলে খরচ অনেকটাই কমে যাবে এবং ভোগান্তি এড়ানো সম্ভব হবে।

মালদ্বীপের প্যাকেজসমূহ দেখতে ক্লিক করুন

এয়ার টিকেট মূল্য সম্পর্কে ধারণা পেতে ক্লিক করুন

 

Leave a Reply