সেন্টমার্টিন পরিচিত
শীঘ্রই খুলে দেওয়া হচ্ছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। এখানে কিছু সাজেশন তুলে ধরছি যাতে আপনি আপনার পছন্দমত ঘুরে আসতে পাবেন ঠিক আপনি যেমনটা চান।
সেন্টমার্টিন কিভাবে যাবেন
চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফ থেকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। কারণ এই স্থানগুলো থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে সরাসরি সীপ চলাচল করে।
ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফে সরাসরি এসি ও নন এসি বাস সার্ভিস রয়েছে। কক্সবাজার, টেকনাফের অধিকাংশ বাস ফকিরাপুল থেকে ছাড়ে। তাই ফকিরাপুল থেকে টিকেট কাটতে পারেন। টেকনাফগামী সকল বাস ৭ থেকে ৯ টা, কক্সবাজারগামী বাস রাত ৮ টা থেকে ১২ টা এবং চট্টগ্রামগামী বাস ভোর ৫ টা থেকে রাত ১২ পর্যন্ত মধ্যে ঢাকা থেকে ছেড়ে যায়।
টেকনাফ থেকে সেন্টমার্টিন ভ্রমণঃ টেকনাফ থেকে প্রতিদিন সকাল ০৯:৩০ সীপ ছাড়ে। ২.৩০ ঘন্টার মধ্যে পৌছে যাবেন সেন্টমার্টিন।
কক্সবাজার থেকে সেন্টমার্টিন ভ্রমণঃ এমভি কর্ণফুলী এক্সপ্রেসের মাধ্যমে সরাসরি কক্সবাজার থেকে সেন্টমার্টিন যেতে পারবেন। সকাল ০৭ টার মধ্যে কর্ণফুলী এক্সপ্রেস সীপ ছেড়ে যায় সেন্টমার্টিনের উদ্দেশ্যে। তবে জোয়ার ভাটার কারণে কর্ণফুলী এক্সপ্রেসের যাত্রার সময় পরিবর্তন হয়। যা ভোর ৫ টার থেকে সকাল ০৯ টায় মধ্যে হয়ে থাকে।
তাছাড়া কক্সবাজার থেকে টেকনাফ হয়ে সেন্টমার্টিন যেতে পারবেন। কিন্তু ভোরে টেকনাফে নিয়মিত যাতায়াতকারী লোকাল বাস পাওয়া যাবে না। তবে বাসের একটি সার্ভিস আছে যা খুব ভোরে হোটেল থেকে আপনাকে পিক করে নিয়ে যাবে। কক্সবাজারের ছোট ছোট ট্রাভেল এজেন্সীর মাধ্যমে কক্সবাজার থেকে টেকনাফ যাবার এই বাসগুলোর টিকেট পাবেন। তবে বাসের কন্ডিশন খুবই খারাপ।
চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন ভ্রমণঃ চট্টগ্রাম থেকে সরাসরি এমভি বে ওয়ান সীপের মাধ্যমে সেন্টমার্টিন যেতে যারবেন। চট্টগ্রাম থেকে রাত ১১টার সময় যাত্রা করে সকাল ৬/৭ টা নাগাদ জাহাজটি সেন্টমার্টিন পৌছে যায়। সত্যিকার জাহাজের ফিল পেতে ভ্রমণ করতে পারেন এমভি বে ওয়ানে। জাহাজটিতে লাইভ গানের ব্যবস্থা থাকে যা বেশ উপভোগ্য।
সর্তকতা:
# টেকনাফে টয়লেট এবং খাবার হোটেলের ব্যবস্থা আছে তবে সেগুলো খুব একটা মানসম্পন্ন নয়।
# এমভি বে ওয়ানে ভ্রমণ কিছুটা ব্যয়বহুল। সপ্তাহে মাত্র ১/২ দিন এ জাহাজটি পরিচালনা করা হয়।
# ঢাকা থেকে রাতের বাসে যাত্রা করে পরদিন সকালে এমভি কর্ণফুলী এক্সপ্রেস ধারার চেষ্ট করবেন না। এতে সময়মত না পৌছানোর সম্ভাবনা বেশী।
# কর্ণফুলী এক্সপ্রেসে ৫ থেকে ৬ ঘন্টার একটি দীর্ঘ ভ্রমণ আপনার করতে হবে। বড় জাহাজ না হওয়ায় খুব বেশী মুভ করার সুযোগ নেই আবার টেকনাফ থেকে ভ্রমণ যতটা রোমাঞ্চকর এবং দৃশ্যপট যতটা সুন্দর, কক্সবাজার থেকে তেমনটি নয়।
# বাস ভ্রমণের ক্ষেত্রে বেপরোয়া ড্রাইভিং এবং অতিরিক্ত গতির বদনাম আছে এমন বাস অপারেটর পরিহার করুন। বিশেষকরে হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী ও এনা পরিবহন। মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী।
কোথায় থাকবেন?
কোথায় খাবেন ও কি খাবেন?
দর্শনীয় স্থান
কি করবেন?
ট্যুর প্লান
বাজেট/ ভ্রমণ খরচ