COVID-19 সম্পর্কিত থাইল্যান্ড ভ্রমণ এবং ভিসা সীমাবদ্ধতা

থাইল্যান্ড ভ্রমণে যা যা লাগছে:

  • “থাই পাস” রেজিষ্টেশন সকলের জন্য বাধ্যতামূলক
  • ডবল ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট 
  • যাদের ডবল ডোজ ভ্যাকসিন দেওয়া আছে তাদের ভারতে আগমনের আগে ও পরে কোভিড ১৯ টেষ্ট রিপোর্ট লাগবে না। যাদের বয়স ৫ বছর বা তার অধিক, যাদের ভ্যাকসিন দেওয়া নেই শুধুমাত্র তাদের কোভিড ১৯ টেষ্ট রিপোর্ট লাগবে।

ভিসা:

ট্যুরিষ্ট ও মেডিকেল ভিসা চালু রয়েছে। 

বর্তমানে ০৩ মাসের সিঙ্গেল এট্রী ট্যুরিষ্ট ভিসা দিচ্ছে ভারতীয় এম্বাসী।

আপডেট: ০৩.০৩.২০২২

Leave a Reply